বহু যুগ হল হাতিয়ে নিয়েছি
জল জমি জঙ্গল
সোনালী ফসলের খেত
সবুজ বনরাজি, সুগন্ধি ফুল, মিষ্টি ফল


নদীর মিষ্টি জলধারা আমারই হাতে
মৃদুমন্দ বায়ু, সাগরের জল
জীবন তরী আমারই গান গেয়ে
নদী সমুদ্রে করে কলকল


অসীম আকাশের চাঁদ তারা
প্রভাতের সূর্যোদয়, সাঁঝের সন্ধ্যাদীপ
সবকিছু একই অঙ্গুলি তে বাঁধা
মন চাইলে হয়ে যাবে নিষ্প্রদীপ


হাতিয়ার গুলো তো কবেই কেনা হয়েছে
পর্ণ কুঠিরে পড়ে আছে দুটি হাত
হে চলমান রক্তধারা বয়ে চলুক কালস্রোত
নইলে হয়ে যাব কুপোকাত ।

২৫শে এপ্রিল ২০২১ইং