বড় হয়ে ভুল করেছি, নাকি
ভুলেই বড় হওয়া ?
সেই প্রশ্নটা বড়ই শক্ত
তাই তা ভুলে যাওয়া ।


বিয়ে করে ফেঁসে যাওয়া, নাকি
ফেঁসেই বিয়ে করা ?
আজও বুঝিনি তাইতো আমি
হয়েছি মনমরা ।


সংসার সাগরে পাড়ি, নাকি
অথৈ জলে পতন ?
এটাও কঠিন প্রশ্ন বটে
উত্তর নেই এখন ।


এদেশেতে জন্মের ভুল, নাকি
ভুলেই জন্মদেশ ?
তার উত্তর নেই মোর জানা
ব্যথায় চলেছি বেশ ।  


মৃত্যুলোকে বাস, নাকি
মৃত্যুর পরওয়ানা ?
এটাও আবার প্রশ্ন একটা
উত্তর নেই জানা ।


এসব প্রশ্নের উত্তর পাবেনা
প্রশ্ন করাই বৃথা
ঘাড়গুঁজে শুধু কানমলা খাও


১৬ই জুন ২০১৪ ইং