চালে ভেজাল দেয়
এটা সবাই জানে  
কিন্তু ডালে ভেজাল ?
হয় কি কোন মানে !


খাওয়ায় ভেজাল থাকেই
এটা শিশুটিও জানে  
হাওয়ায় ভেজাল হয় কি ?
খোঁজার নেই মানে ।


দুধে ভেজাল থাকবেই
দুঃখ কিছু নেই
কিন্তু জলে ভেজাল হয় কি ?
তাতো জানা নেই ।


ওষুধে ভেজাল থাকবে
ওটা কিছু নয়
কিন্তু ডাক্তারে ভেজাল ?
এটাও বুঝি হয় ?


মানুষে ভেজাল
এমন কিছু নয়
কিন্তু কাজে ভেজাল হয় কি ?
তাও ভেবে দেখতে হয় ।


সকাল বেলা সূর্য ওঠা
ভেজাল কখনও নয়
তাই গ্রহ তাঁরা ঝিলমিলিয়ে
অবাক চেয়ে রয় ।


প্রকৃতিতে ভেজাল নিয়ে
খেলা কখনো নয়
তাই রাত্রি দিন আলো আঁধার
পাশাপাশি রয় ।


৮ই জুলাই ২০১৪ ইং