তন্দ্রাচ্ছন্ন আঁখি চকিতে স্থির হয়ে গেল
এক নিষ্পাপ কোমল মুখমণ্ডলে –
এযে এক নতুন আগন্তুক দানবের ভুরি-ভোজে !


রক্ত মাংস হাড়
হাড় মাংস রক্ত অঢেল
নিত্য আমদানি নিত্য ভুরি-ভোজ


শিক কাবাব কাটলেট
চপ রকমারি
অপূর্ব খানা
আহা কি স্বাদ !
নেই কোন খাঁদ
শুধুই সুবাস
লোভীর উদরে মানুষের কারাবাস ।


তারপর ঘুমিয়ে গেলুম সুখশয়নে
বজ্রাঘাতে চোখ মেলে দেখি
ভুরি-ভোজ লণ্ডভণ্ড  
পলাতক পেটুক দানব ভণ্ড
ক্রুদ্ধ মুখমণ্ডল ছেয়ে আছে
শুধু প্রজ্বলিত জাগ্রত দুই আঁখি
সময় কথা কয় নাকি ?


১৮ই জুলাই ২০১৪ ইং