মুক্ত ছিলাম মনের বনে
          ফুলের সাথে করে লুটোপুটি,  
                       পাখী,হাওয়া কেউ করেনি মানা


গেঁথেছি মালা সাজিয়ে ডালা
          খুঁজেছি তারার মেলায়
                       মুক্ত বিহঙ্গের সোনালী ডানা


ডানায় তুলে উড়িয়ে নিয়ে যাবে  
            খোলা মাঠে তাঁর শীতল বাসায়  
                        মনটা যে তাঁর বড়ই খোলামেলা  


আকাশের নীল আধাআধি
            সাজিয়ে বাসর মন-খুলি
                        কাটিয়ে দিতাম জীবনের খেলা


কোথা থেকে এলো মৃত্যু ঝড়
            চুল-মুঠি ধরে আছাড় মেরে
                        তোমার গারদে ফেললে আনমনা


পরিয়ে দিলে শুভ্র হাতের বেড়ি
           গলায় পরালে স্বর্ণ লতার ফাঁস
                       কপালে আঁকলে রক্তের আলপনা


পায়ে পরালে অধীনতার সেঁকল
           ফেরার রাস্তা কেটে নিশ্চিন্তে
                      হরণ করে নিলে দেহের অধিকার


আমার গর্ভ তোমার কারখানা
          আমারই রক্তে লালিত আশা,
                     তোমার বিজয় রথে তোলে ঝঙ্কার


হাজার বছরের ছোবল ও দংশন
          আমার রক্তাক্ত দেহ, আহত হৃদয়
                    তোমার স্বর্গ রাজ্যের মৃত্যু খোঁজে


আমার ঘর্মেই তোমার জন্ম
          মৃত্যুও আমার ইচ্ছার প্রকাশ
                    মিথ্যে অহংকার তবু কি সাজে ?