ফুলের বনে ফুল কুড়ানো নেই  
তাই আর মালা গাঁথাও নেই
মনের কোনে বিষাদের ছায়া

টবে লাগানো কাঁটার ঝাড়েই সন্তুষ্ট
সভ্যতার গরিমা
এ যেন আত্মকেন্দ্রিক
দৃষ্টিহীনদের অলস কণ্টক শয্যা
সব কিছুতেই টাকার লেনদেন
সব কিছুই রুধিরের ব্যবসা


চল যাই
আজ আবার শরতের ভোরে
শিশিরে ভেজা সিউলী কুড়াই
মনকে ধুয়ে নিই প্রভাতী আলোয় ।