চায়ের কাপে ঝড় উঠেছে
দুই আঁতেলের ঝগড়াতে
সবাই আসে হাঁ হাঁ করে
হাতাহাতি সামলাতে

দুইই লম্বা ডিগ্রীধারী
তর্কে বাহাদুর
একজন বিলেত ফেরত
আর অন্য যাদবপুর ।

গাছে কাঁঠাল গোঁফে তেল
প্রথম বাবুর কথায়  
গোঁফে কাঁঠাল গাছে তেল
দ্বিতীয়ের মাথায়

একই চাষের ফসল এঁরা
গ্রিনহাউসে পোষা
মাটির সাথে নাড়ীর টান নেই  
ঝড়ে ছিঁড়ে আসা ।
-----------
তারিখ ঃ ৪ই মার্চ ২০১৫ ইং