কথা রেখেছ ঠিকই
নবরূপে  নব তেজে সব বাঁধা ভেঙ্গে
আসিলে ফিরে এই শহিদের দেশে
হে নবীন ঢেউ, হে নবজাগরণ সুস্বাগত


কয়েক যুগের গগন-ভেদী আর্তনাদ
কণ্ঠ চেপে-ধরা নিষ্ঠুর দানবীয় চক্রান্ত  
মিথ্যার কুয়াশায় নারকীয় অন্ধকার
তারই অলক্ষ্যে কোদাল শাবলের প্রাণপাত সৃষ্টির গান
একে একে অনেক তাজা প্রাণের আহুতি রক্তস্নাত পথে
স্তব্ধ করতে পারেনি তাঁদের স্বপনের জয়যাত্রা
দৃঢ় শপথে উদ্দীপ্ত হয়েছে প্রাণ বার বার


আজ যখন খুশীর ভোঁ বাজে বরাকপারে
গাঢ় তমসা শেষে ভোরের জয়গানে গুঞ্জরিত এ-ভুবন
তখন ইতিহাসের গর্ভে শায়িত বীর যোদ্ধাদের প্রাণে ঝরুক
সযত্নে বুকে পুষে রাখা উষ্ণ রক্তিম অর্ঘ্য ।


( ভারতের আসাম রাজ্যের লামডিং – শিলচর পুরনো মিটারগেজ রেল লাইন ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ শেষ করতে প্রায় ১৮ বছর লেগে যায়।  এরপর ১৩ই মার্চ ঐতিহাসিক দিনে ব্রডগেজ ইঞ্জিন শিলচর এসে পৌঁছায় ।  তাকে স্বাগত জানাতে  সেদিন শত শত লোক শিলচর স্টেশনে উৎসবে মেতে ওঠেন । )
-----------------
৩রা এপ্রিল ২০১৫ ইং