আবারও হাসিতে খুশীতে নববর্ষ এলো
ক্ষণিক বসতি তাঁর এ পোড়া ভুবনে
প্রাণে দোলা দিয়ে চারিদিক রঙ্গে মাতিয়ে
চকিতেই বিদায় নেবে নিঃসীম গগনে


এত উৎসাহ এত উদ্দীপনা বৃথাই শূন্যে মিলায়
বিষাদ ছেয়ে ঘনঘোর তাই মানসরাজ্য
ভাষাহীন প্রাণহীন দেহ নিয়ে আবারও ব্যবসার ডাক
চলে শেকড়হীন লম্পটদের বাণিজ্য


পরদেশীরাই আজ দেশের ভাগ্য বিধাতা  
আর দেশীরা নিজের দেশেই প্রবাসী
এই গাঢ় বেদনা সতত বিষায় নিঃষ্কলুষ প্রাণ
হায় আর কতদিন এ অন্তর রবে মহাশূন্যবাসী


তবুও বার বার আসুক সুফলা নববর্ষ
মুছে যাক ব্যর্থচিত্তের ক্লেদ ও গ্লানি
এ বাংলার মাঠে বাজুক চির ফসলের গান
নবীন কণ্ঠে ঝংকৄত হক নবজাগরণের আগমনী ।
-----
১৩ই এপ্রিল ২০১৫ ইং