হৃদয়-ভেদী হঠাৎই এই দুঃসংবাদটা আছড়ে পড়ল
নববর্ষের উৎসবমুখর প্রাঙ্গণে
টাটকা নতুন বছরের শুভারম্ভে আমেজ ঘন আবহে
একি অশুচি বার্তা বয়ে এলো পবিত্র এই ক্ষণে ?


জীবনের প্রয়োজনের খুঁটিনাটি সবইতো পেয়েছিল হাতে
সবুজ মাঠ - খোলা হাওয়া - অফুরন্ত শস্যের ভাণ্ডার
সংসার - সন্তান  - সুন্দরী মিষ্টি বৌ - মাঠে বাজাবার সুরেলা বাঁশি
তবু বিস্ময়ে হতবাক  - কেন মুহূর্তে করে দিলে সব ছারখার


একী কোন ভুত প্রেত কিংবা কোন দত্যিদানো করেছিল ভর   মাথারওপর ?
তাই সোনালী ফসলের মায়া -  সংসারের ছায়া - সন্তানের ডাক উপেক্ষিত আজ
শোনা গেল ভুত ঘাড়ে উঠেছিল ঠিকই তবে হেঁয়ালির নয় খাঁটি জ্যান্ত রাক্ষস এক
দানবীয় রক্তচোষা মহাজনের ভুত ধরাশায়ী করেছিল হায়, তাই ত্যাগ সব কাজ


তাই এই নববর্ষের শুভক্ষণে প্রশ্ন শুধাই মনে মনে একী শুধুই এক  টুকর প্রতিবাদ
নাকি আগামী দিনের ধারাবাহিক মৃত্যু মিছিল প্রতিদিন প্রতি পলে  ?
বাংলার নদী নালা খাল বিল আদিগন্ত বিস্তৃত সবুজ শস্য খেত
নত হয়ে রবে কি চির দিন মৃত্যু-দূত বেণেদের কবলে ?  
====
১৫ ই এপ্রিল ২০১৫ ইং ( ১লা বৈশাখ ১৪২২ বাংলা )