কুৎসিত কদাকার কালো
কেউ বাসে না ভালো
জন্মের পরেই একাকী থাকি
আপন জাতই দিয়েছে ফাঁকি


দিনরাত পেটের ক্ষুধায় কা কা
খাদ্য শূন্য মাঠ করে খাঁ খাঁ
ফলহীন বৃক্ষ দাঁড়িয়ে ঘুমায়
খিদের জ্বালায় কি করি হায়


লোকের আঙ্গিনায় ঘোরাঘুরি
বাসি পচা খাদ্যে পেট ভরি
দুষ্টু ছেলেরা ঢিল মারে
উড়ে পালাই ডালের পরে


আমি যে অচ্ছুৎ অপবিত্র প্রাণী
ঢিল গুলি খাওয়া ভাগ্য যে জানি
তবু মা আমায় শেখায়নি কুকাজ
পৃথিবীকে পবিত্র করা মোর কাজ


তবু জানি বুঝবেনা তোমার মন
অপবিত্র কেমনে হয় অমূল্য ধন ?
আমার মৃত্যুই তোমার আশা
ব্যর্থ হল মোর শেষ ভরসা  


সকালের সোনা রোদ মিষ্টি হাওয়া
ফুলের সুবাস পাখীর গান গাওয়া
সবুজ বনানী চঞ্চল রূপালী ঝর্ণা
এগুলো নয় তোমার একার পাওনা


এ পৃথিবী তোমার একার নয় কখনও
প্রাণে ভরা এ জগৎ সবার জন্য জেনো
হতে পারি ক্ষুদ্র কদাকার এক পাখী
কিন্তু সকাল বেলা আমার ডাকেই –
তোমার নিদ্রা ভাঙ্গে না কি ?
=======
২৬শে এপ্রিল ২০১৫ ইং (১২ই বৈশাখ ১৪২২ বাং)