দেশের মানুষ বিদেশী হয় কোন স্বাধীন দেশে ?
কি অপরাধে দোষী হয় নিষ্পাপ মানব আত্মা  ?
নিষ্ঠুর মানুষ খেকো পিশাচদের ছোবলে
জেলে পচে শিশু কিশোর বৃদ্ধ  - পিতা ও মাতা


বাংলার মাটি বাংলার জল ভালবেসে আত্মাহুতি দিল যারা
কুচক্রী বানিয়াদের রুটি ভাগাভাগিতে নিঃস্ব হল তারা
করুণ ক্রন্দন আর রক্তের বন্যায় বাংলার মাটি লাল হল হায়
তবুও থামল না রক্তের হোলি খেলা – এ বাংলাও তাই স্বাধীনতা হারা


ঈশান কোনে কালো মেঘ জমেছে আজ
ঝড়ের পূর্বে বিদ্যুৎ ডাকে সাজ সাজ


ঝড়ের দিনেও অনেক দিবা-নিদ্রা তো হল
চল না এবার ক্ষুব্ধ মুখর রাজপথেই হাটি
পায়ে পা মিলিয়ে নিয়ে - প্রাণে প্রাণ গাইব যখন  
হাতে হাত ধরব তখন - মনটি হবে খাঁটি
কুচক্রীদের ষড়যন্ত্র সবই হবে মাটি ।
-------------
১১ই আগষ্ট ২০১৫ ইং (২৫শে শ্রাবণ ১৪২২ বাং)