শ্রাবণের ভরা বাদলের রাত
এক করুণ ক্রন্দনে ঘুম ভেঙে যায়
কোথা থেকে আসে এ বেসুরো ধ্বনি
রঙিন স্বপনের নিশি ব্যর্থতায় মিলায়  


জীবনের সব সুখ মনোরম সব রঙ
অগাধ বৈভবের প্রমোদ তরী
ভেসে আসেনি স্বর্গের নির্দেশে
সবই কোন জীবন্ত প্রাণের কারিগরি


এই ক্রন্দন এই ঘুম কেড়ে নেয়া চিৎকার
কোন নিশি রাতের বৈঠকী গানের নয়
এ যে পাটাতনের নিচে দাঁড় টেনে যাওয়া
নির্ভীক অক্লান্ত নাবিকদের বরাভয়


তবুও শঙ্কিত মনে প্রশ্নের ঝড় বয়ে যায়
কান্নার কারণ কি তবে অবৈধ বিলাসের দান
তাই সভ্যতার ছাদ চুইয়ে বর্ষার বারিধারা ঝরে
নিচে শুয়ে থাকা শিশুর মাথায়
তাই তীব্র চিৎকারে শিশুটি পাঠায় প্রতিদান।
-----------
২০ শে আগস্ট ২০১৫ ইংরাজি ( ২রা ভাদ্র ১৪২২ বাঙলা )