মাগো,
ঘরের কোনে নেই যে তুমি জানি
তাইত ছোঁয়া হয়নি চরণ দুখানি
সেই থেকে তোমার খোঁজে ছুটি
দেশময় খুলে চঞ্চল আঁখি দুটি  


ভূভারতেই পাব তোমায় মাগো
দেশের প্রাণেই তুমি যে জাগো


তাইতো ,
তোমায় পেয়েছি সবুজ বঙ্গে
সুন্দরবন নীল সমুদ্রের সঙ্গে
তোমায় পেয়েছি ওড়িশা রাজ্যে
বিহার ছাড়ায়ে উত্তরের রাজ্যে


তোমায় পেয়েছি পশ্চিমের মরুদেশে
পাঞ্জাব গুজরাট পূর্বের অসম প্রদেশে
তোমায় পেয়েছি  দক্ষিণের কেরল প্রান্তে
তামিল তেলেগু উত্তরের হিমালয় অন্তে  


তোমায় পেয়েছি বিচিত্র ভুষা নানা অঙ্গে
মিষ্টি কাকলী নানা ভাষার নানা ঢঙ্গে
তোমায় পেয়েছি অসংখ্য বর্ণের কারুকাজে
নয়ন ভুলানো অপরূপ রূপের সাজে


তোমায় পেয়েছি কন্যাকুমারী থেকে হিমালয়
আরব সাগরের পার থেকে মেঘের আলোয়
তোমায় পেয়েছি বৈচিত্র্যের মাঝে এঁকের পরিচয়
একই মাটিতে আকাশের তলে একই স্বর্গালয়


মাগো,
তোমায় পেয়েছি সমগ্র দেশে জীবনের জয়গানে
স্নেহের আঁচল ছড়ায়ে রয়েছে আমাদের প্রাণে প্রাণে।
========
১৯শে সেপ্টেম্বর ২০১৫ ইং ( ১লা আশ্বিন ১৪২২ বাং)