মাথায় ঝাঁকড়া ডালে অসংখ্য কাকের বাসা
অগুন্তি পাখীদের পরিবারের কল কাকলী
কাঠবিড়ালির লাফালাফি খেলা
বিদেশী অতিথি বকেদের নিরাপদ আশ্রয়
নিচে গোঁড়ায় ভিখারি মায়ের হাঁড়ীকুঁড়ি বিছানা বালিশ
এই নিয়ে রাস্তার মোড়ে বুড়ো বটের মায়াময়
ভরা সংসার – মায়াময় জীবনের প্রতিজ্ঞা


ইউক্যালিপ্টাস গাছের সাজান অরণ্যে  
কাক পক্ষীরা বাসা বাঁধে না
মায়ার বাঁধন ছিঁড়ে  
বিপুল হতাশায় তাই পত্রগুলি ঝরে যায়
বন্ধনহীন এই গাছের সারি
জীবনদায়ী কর্ম বিহনে
কী নিয়ে বেঁচে রবে এই ভুবন-তলে
পুষে রাখবে শুধুই জমাট বাঁধা অশ্রুর ধারা ?


সবার কর্মের বোঝা মাথায় নিয়ে যে বৃদ্ধ হেঁটে যায়
মায়ার বাঁধনই তাঁকে বেঁধে রেখেছে হায়।
=======
২৫শে সেপ্টেম্বর ২০১৫ ইং (৭ই আশ্বিন ১৪২২ বাং)