বেশী বাড়াবাড়ি করো না – বেঘোরে প্রাণটা খোয়াবে !
সাড়ে তিন হাত দিলাম – কম কিংবা বেশীও নয়
ঐ টুকুতেই ঘোরা ফেরা - ওঠা বসা - দীর্ঘ শ্বাস ফেল
তাই না ? এর চেয়ে সুখের জীবন আর কি হয় ?


কারণ গলার শেকলটা তো আমার জাদুকরী হাতেই
পাকা পোক্ত ভাবে ধরা
পালিয়ে যাবে কোথায় ?
যতই কান্নার গান সাধ - মুক্তি দেবেনা ধরা


তার চেয়ে বরং মাথাটাই বেচে দাও সস্তায়
মস্তকহীন ধড়টাই থাক তোমার পাওনা
আমারটা দিয়েই চালিয়ে নেওয়া যাবে তোমার কাজটা
মিছেই ছোটাছুটি মিছেই করছ বায়না


আমি যা গাইব তুমিও সেই সুরে গাইবে
হোকনা তা কাকের কর্কশ রব - অখাদ্য চিৎকার
আমি যা খেতে বলব তাই তুমি চাটবে
শুতে বললে শোবে উঠতে বললে উঠবে চমৎকার


পত্রাঘাত বাক্যাঘাত সব্দাঘাত ইট পাটকেল
কিছুতেই টলবে না এই অমোঘ আদেশ
প্রতিবাদ করলে সেটা হবে দেশদ্রোহিতার কাজ
বরং আমার মন্ত্রে নেশাগ্রস্ত হও - নইলে করব সব শেষ


আজ সকাল থেকেই পাগলা ঘণ্টি বাজছে
বন্দুক হাতে সৈনিকদের ছোটাছুটি
শোনা গেল একটা ধুরন্ধর ইঁদুর সিঁধ কেটে
কলমবাজের শিকল কেটে দিয়ে গেছে ছুটি।  
=======
২০শে অক্টোবর ২০১৫ ইং ( ২রা কার্ত্তিক  ১৪২২ বাং )