পূজো শেষ - ঢাকের শব্দ আর শোনা যায় না
মণ্ডপের প্রদীপও  নিভে গেল আজ
এ কদিন শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে
স্বপনের মায়া নগরে ভ্রমণ – সে এক অন্য মেজাজ
পদপিষ্ট যন্ত্রণায় কাতর প্রাণের - হাওয়ায় ডানা মেলা
ক্ষণিক হাসি - ক্ষণিক খুশীর চমকের খেলা  


ফিরে এসে আবার বাস্তবের অন্ধ গলিতে হাঁটা
পদাঘাতে, লাঞ্ছনায় শির নত করে রাখা
প্রতারিত মন ক্লান্ত দেহ টেনে টেনে কুঠুরিতে ফেরা
বন্দী জীবন - নিষ্ঠুর সময় কেটে নিয়েছে পাখা


মন ভেঙ্গো না,  
ভোর হতে আর নেই বাকী – আবারও প্রদীপ জ্বাল
আকাশের পানে চেয়ে দেখ শুকতারা দেখা যায়  
দেখবে আবারও সূর্য উঠছে
নতুন মহিমায়।  
===
২১শে অক্টোবর ২০১৫ ইং ( ৩রা কার্ত্তিক ১৪২২ বাং )