কেনই বা এত দেরী ?
ঘোর ঘুমেই কি বেবাক ভুলে ছিলে
তৄষ্ণায় চৌচির তোমার স্বভূমি
নাকি বদলে যাওয়া সময়ের সাথে সাথে
নিজেকেই বেমালুম বদলালে তুমি ?


পশ্চিম সমুদ্র থেকে উঠে আসার পথে
চোখে পড়েনি কি জলহীন শুষ্ক মাঠ ?
তৃষ্ণায় কাতর বাক-হীন ধূসর হাওয়া
মায়ের কোলে শিশুর গলা শুখিয়ে কাঠ ।


জনহীন গ্রাম শুষ্ক মারাঠা প্রান্তর
পাতাঝরা মধ্যপ্রদেশ রুক্ষ শালবন
বিপন্ন মানবতা চায় এক ফোঁটা জল
মৃত্যুর মিছিল ডাকে তোমায় প্রতিক্ষণ ।


তাই এবার বুঝি তোমার মন পেল ধরিত্রী
মায়ের অশ্রু শিশুর কান্না পশু পাখিদের চিৎকার
তোমার হৃদয়ে জাগিয়ে দিল মায়াময় বেদনার গান
হে বারিধারা আষাঢ় ঝর, চোখের জলে ঝর - মিটুক হাহাকার ।
-------
১০ই জুলাই ২০১৬ইং