সিলিং ফ্যানে বাঁধা ফাঁসির দড়িটা
হাওয়ায় দুলছে  
ঘরটা ফাঁকা


হতাশায় বুক পুড়ে যাওয়া প্রতারিত কেউ
মুক্তি চেয়েছিল বুঝি ?
তাই বেঁধেছিল রশি
ফেলে রেখে বৌ সন্তান হাসিখুশি


একা মুক্তি কোথায় খোঁজ  
সবাই যে মায়ায় বেঁধেছে তোমায় এই ভুবনে
খোলা হাওয়া পাখির কলতান ভোরের আলো
গণকন্ঠের আগমনী গানের ছন্দোবদ্ধ জীবনে


তাই বিবাগী মন
ছুড়ে ফেলে ফাঁসীর গাঁট  
খুঁজে নেয় আলোয় রাঙ্গা পথ
মুক্ত স্বাধীন গন জোয়ারের মাঠ


ফাঁসীর দড়িটা
হাওয়ায় দুলছে
ঘরটা ফাঁকা ।
--
১৫ই আগস্ট ২০১৬ ইং