আমার বাংলাদেশ
মোছাম্মৎ সীমা ইসলাম


রূপ নগরের রূপের রানী
আমার বাংলাদেশ,
সবুজ শ্যামল সাজ যে তাহার
পরিপাটি বেশ।


গাছগাছালি-তরুলতা
সবুজ  ঘেরা বন,
বাংলা রানীর রূপটি দেখে
ভরে যায় এই মন।


দোয়েল টিয়া  ময়না কোকিল
নানান পাখির ঝাঁক,
প্রাণ জুড়ে যায় শুনে তাদের
মিষ্টি কন্ঠের ডাক।


শাপলা পদ্ম পলাশ বকুল
হরেক রকম ফুল,
বাংলা রানীর রূপের সাথে
হয় না কোন তুল।


পহাড় পর্বত নদী সাগর
ঝর্না ধারা জল,
আম কাঁঠালে পুষ্টি ভরা
আছে অনেক ফল।


শস্যভান্ডার  মোদের বাংলা
ফলে সোনার ধান,
শাক-সবজি সব রত্নক্ষণী
মহান রবেন দান।


স্বরবৃত্ত ৪+৪+৪+১