বেকারত্বের ফাঁদে
মোছাম্মৎ সীমা ইসলাম


বেকার জীবন কর্ম নাইকো
উচ্চ শিক্ষা নিয়ে,
কর্ম কবু মিলে নাকো
যোগ্যতা সব দিয়ে।


উচ্চ শিক্ষা ডিগ্রি অর্জন
লাভ হলো কি তাতে,
অনাহারে দিন কেটে যায়
ভাত জোটে না পাতে।


হাতাশ মনে বেকার মানুষ
দিনে  রাতে কাঁদে,
যুব সমাজ বন্দি আজকে
বেকারত্বের ফাঁদে।


কাজের খোঁজে বেকার যুবক
দ্বারে দ্বারে ঘোরে,
বেকারত্বের জ্বালা নিয়ে
জীবনটা তার পোড়ে।


অবহেলায় জীবন কাটে
কেউ বুঝেনা ব্যথা,
সুযোগ পেলেই ইচ্ছে মত
শুনায় কটু কথা।


বেকার যবুক বেড়ে যাচ্ছে
কর্মসংস্হান অল্প,
কর্মবিহীন থমকে দাঁড়ায়
জীবন যুদ্ধের গল্প।


স্বরবৃত্ত ৪+৪+৪+২
রচনাকাল ১৪/০৯/২৩ জয়পুরহাট সদর