ধোঁকা
মোছাম্মৎ সীমা ইসলাম
(জয়পুরহাট)


ক্ষণস্থায়ী দুনিয়ায় তুচ্ছ কোন বিষয়ে ও যদি কোন মানব-মানবী আমাদের ধোঁকা দেয়।ছলনা করে তবে,
অন্তরে মোহর বেধে পণ করি তার সঙ্গ ছাড়তে।
যতদূর সম্ভব দূরুত্ব বজায় রেখে চলি।
আবার কখন কখন প্রতিশোধ পারায়ণ হয়ে উঠি।
কতই না কঠরতা অবলম্বন করি।
কিন্তুু যে,দানব আমাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে
তার ছলনার জালে আঁটকে রাখতেছে,
জীবনের অভীষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করা থেকে।
আখিরাতের সুখ-সানন্দ জীবনকে বর্বাত করতেছে।
জীবনের চুড়ান্ত সফলতা  সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জান্নাত থেকে বঞ্চিত করতেছে।
তবুও  আমরা তাকেই অনুসরণ করে চলছি।
বেখেয়ালি মনে এতকিছুর পরও তাকে মোটেও  ঘৃণা করি না।
বরং পরম ভালোবাসার চাদরে মুরিয়ে তাকে মনের
রঙিন খামে  প্রিয় করে রাখছি।
দিনে দিনে তার এতই ঘনিষ্ঠ বন্ধু হচ্ছি যে,
তাকে আর ছাড়তে পারতেছি না।
এত সর্বনাশ করার পরও তাকে ছাড়তেই
সীমাহীন আপত্তি অন্তরে বাসা বাঁধে।


রচনাকাল ৩/১০/২০২৩