মিছে সব মায়া
মোছাম্মৎ সীমা ইসলাম।


জীবনের মতিগতি বুঝা বড় দায়
এ জীবনে কত স্বপ্ন দেখে চলি হায়।
আছে যত শত শত আরো বেশি চাই
চাঁদে যদি একখানা জমি কিনা যায়।


লুটপাট আহাজারি  করি কত ছল।
বাহাদুরি  হানাহানি দেখে যাই বল
ন্যায় নীতি দূরে ঠেলে পাপাচারে মন
সব কিছু ভুলে গিয়ে চাই শুধু  ধন।


হারামের পথ ধরে রাতদিন চলি
জনতার হক মেরে ভরি নিজ থলি।
দুনিয়ার সব কিছু  করিতে যে জয়
আল্লাহর তরে আজ নেই কভু ভয়।


দু'দিনের দুনিয়ায় মিছে সব মায়া
রুহ পাখি উড়ে গেলে পড়ে রবে কায়া।
দুনিয়ার মোহে পরে ভুলে গেছি সব
যেতে হবে সব ছেড়ে ডাক দিলে রব।


এ জীবন নিয়ে তবু করি কত আশা
সুদ ঘুষ নিয়ে গড়ি আলিশান বাসা।
বাড়ি-গাড়ি সম্পদের পিছে মোরা ছুটি
ভুলে গেছি নয় এটা জীবনের  খুঁটি।
  
ক্ষণিকের এ ভবনে অথিতির বেশে
আছি মোরা কিছুদিন যেতে হবে শেষে।
কোলাহল থেমে যাবে বন্ধ হবে শ্বাস
অহমিকা যাই  করি হতে হবে লাশ।