নৈতিকতার খুব দরকার
মোছাম্মৎ সীমা ইসলাম।


মনুষ্যত্বের ভীষণ  অভাব
মানব কুলের মাঝে,
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে
কর্ম করে বাজে।


নৈতিকতার অধিক  দরকার
বর্তমান এই ক্ষণে,
পরকালের চেতনা নেই
জনগণের মনে।


পঙ্কিলতা সমাজ জুড়ে
বাড়ে শুধু দ্বন্দ্ব,
ভালো লোকের অভাব আছে
সব জায়গাতে মন্দ।


শিক্ষার বাড়ে অধিক হারে
সুশিক্ষা নেই মোটে,
মানবতা -দূরে  সবে
স্বর্থের পিছে ছোটে।


ধন সম্পদের লোভে পড়ে
বিবেক হলো অন্ধ,
দর্প নিয়ে  চলে সদায়
মানব সেবা বন্ধ


হালাল হারাম পিষ্ট করে
টাকা শুধু খোঁজে,
আখিরাতে হিসাব হবে
ক-জনই -বা বোঝে।