অন্ধকার কবর
মোছাম্মৎ সীমা ইসলাম।


আমল খাতার পাতা  ফাঁকা
নেই তো  কোন পুণ্য,
পাপের পাল্লা হচ্ছে ভারি
নেকির পাল্লা শুন্য।


হায়াত শেষে যেতে হবে
অন্ধকার ঐ কবর,
পাপের পথে ডুবে থেকে
রাখছো কি তার খবর?


মোহ মায়ার জালে আটকে
নেই বুঝি তা স্মরণ,
হঠাৎ করে আসতে পারে
চির  সত্য মরণ।


হারাম খেয়ে আরাম করো
মরার  কথা ভুলে,
ভেবে দেখো করছো টা কি?
বিবেকের দ্বার খুলে।


টাকা পয়সা বাড়ি-গাড়ি
যাবে না তো কিছু,
তবু কেন ঘুরছো শুধু
এসব কিছুর পিছু।