দেহের খাঁচায়  বসত করে
রুহ্ নামক পাখি,
আদর করে খাবার দিয়ে
যত্ন করে রাখি।


পাখি ছাড়া  মূল্য নেই আর
এই না খাঁচার দেহ,
রুহ্ পাখি উড়ে গেলে
চিনবে না আর কেহ।


দেহের খাঁচায় মৃত্যু এসে
দিবে যেদিন হানা,
উড়াল দিবে রুহ্ পাখি
মেলে দুইটি ডানা।


কবর দেশে পাড়ি দিবে
খাঁচার বাঁধন ছিঁড়ে,
খাঁচা থেকে বের হয়ে
ফিরবে আপন নীড়ে।


শূন্য খাঁচা রইবে তখন
অচল হয়ে পড়ে
মাটির নিচে  রাখবে সবাই
ছোট্ট কবর ঘরে।