সাম্য দৃষ্টি।
মোছাম্মৎ সীমা ইসলাম


ধনী গরিব সবাই মানুষ
একই রবের সৃষ্টি,
ভেদাভেদ  সব ভুলে গিয়ে
রাখো সাম্য দৃষ্টি।


জেলে কৃষক ধোপা নাপিত
ছোট নয় তো কেহ,
একই সুত্রে সৃষ্টি সবার
রক্ত মাংস দেহ।


মুচি মেথর কুলি কুমার
সবাই  কর্ম করে,
সরল পথে কামাই করে
সংসারের হাল ধরে।


এই সমাজে কাউকে  দেখে
ঘৃণা নাহি  করি,
ভালোবাসা স্নেহ দিয়ে
হাতটি সবার ধরি।


বিভেদ ভুলে মিলে- মিশে
একই সাথে চলি,
হাসি মুখে সবার সাথে
মনের কথা বলি।


সকল পেশার মানুষ জনকে
শ্রদ্ধা সবাই করি,
জাতি বর্ণ র্নিবিশেষে
সমাজটাকে গড়ি।