গগন মাঝে ঐ দেখা যায়
শুভ্র বারিদ হাসে,
খালে বিলে ঝিলের মাঝে
শাপলা পদ্ম ভাসে।


বর্ষা মৌসুম বিদায় নিয়ে
শরৎ এলো চলে,
ফুলের সুবাস ছড়িয়ে দেয়
শিউলি গাছের তলে।

নতুন রূপে ধরা সাজে
দেখে নজর কাড়ে
মিষ্টি রোদের লুকোচুরি
শরৎ এলো দ্বারে।


আমন ধানের  চারা রোপন
সবুজ মাঠে ঘেরা,
শরৎ রানীর রূপের ঝলক
দেখতে লাগে  সেরা।


স্নিগ্ধ বায়ু বইছে ধরায়
দোলা দেয় যে প্রাণে
মন ভরে যায় ভাদ্র মাসে
পাকা তালের ঘ্রাণে।


শরৎ কালের আগমনে
বকের সারি আসে,
নদীর  ধারে কাশের বনে
ফুল কলিরা হাসে।


স্বরবৃত্ত ৪+৪+৪+২
রচনাকাল আগস্ট ২০২৩ সাল