ভয়টা কেন তবে?



সত্য পথে অটুট থাকলে
ভয়টা কেন তবে?
মিথ্যা একদিন ধ্বংস হবে
দেখবে সেদিন সবে।


মিথ্যা হলো পাপের উৎস
মানতে হবে ধর্ম,
সত্য পথে জীবন রথে
করতে হবে কর্ম।


মিথুকেরা যতই সাজাগ
বলিষ্ঠ সব যুক্তি,
পাপে শাস্তি পেতেই হবে
পাবে না কেউ মুক্তি।


সত্য পথে এগিয়ে যাও
সাহস রাখো বুকে,
নিরবতা ভেঙে এবার
সত্য বলো মুখে।


ন্যায়ের পক্ষে প্রদীপ শিখা
মনে সবার জালো,
আঁধার ঢাকা সমাজ মাঝে
ফিরবে তবে আলো।