শোনো,


সূর্যকেশ অভয়ারণ্যে, এক পূর্ব জন্মের প্রার্থনাতে
নিরবচ্ছিন্ন সংক্ষিপ্ত কয়েকটি বছরের ব্যাবধানে,
তোমাকে খুঁজে পেয়েছিলাম, একটা রঙিন মুহূর্তে।
কুয়াশাধোঁয়াশা চাঁদপোড়া রাতের একাকী আঁচে
শুধু তুমিই বন্ধনে গভীর নিবিড় ছুঁয়েছিলে আমায়।
সেদিন দৃষ্টির বাইরে একটা মোমবাতি জ্বেলেছিলে,  
প্রতিটি ক্ষণই নিখুঁত ছিল সে রূপকথার আগুনে।
আজকে যে চিঠিটা লিখছি সেটা পোড়ো বার বার...


যখন অনেকটা নীল হল সে আগুন,
সেই মাঘের রাতে বৃষ্টিও এসেছিলো;
এমন মাঘ রাতও আসতে পারে আরও,  
শুধু মনে রেখো সেদিনও যদি বৃষ্টি হয়...
জ্বলব আমরা দুজনে তখনও নিরাপদ।
পথভ্রষ্ট না হয়ে পাড়ি দেওয়া দীর্ঘ পথ
নেবে সাথে তার তিনটি একক শব্দ
দুজনার প্রতি স্থায়ী এবং নিঃশর্ত...
উষ্ণ আলিঙ্গনে শোনে হৃদস্পন্দন
একাকী, "আমি তোমায় ভালোবাসি"।


আরও অনুভবে কাটবে বহু বছর,
নীল আকাশেতে বৃষ্টি ঝরবে বহু,
ফুটবে অনেক তারা মেঘের কোলে,
স্বপ্ন নাগালে সৈকত বুকে করে
কাঁদবো দুজন দুজনার মত করে...  
আরও দীর্ঘ পথ চলে ভালোবেসে।
উনিশ বছর যেমন হেঁটেছি একসাথে,
আরও শতাব্দী হাঁটার পথটা ধরে।


ভাল থেকো আমার সাথে, রতি।

ইতি,
উনিশ বছর


********************
আমাদের বিবাহের উনিশতম বছর...
ঈশ্বরের কাছে প্রার্থনা এমনই আরও উনিশ আসুক ফিরে...