অনেকদিন আগে এমন হত...
অনেকদিন এমন হয়ওনি।
তবে আজকে হঠাৎ
জোড়া বাজ পড়লো কোথাও,
হাওয়া বইলো ঝোড়ো,
বিদ্যুতের ঝলসা আলোয় দেখি...
আমার ঘাড়ের থেকে বুক
আর উরুদেশের মাংস পেশিগুলো
কঠোর থেকে কঠোরতর হচ্ছে পাথরসম ...


এমন একটা ঘনঘটার দিনে
বিপথের এক কোণে...
মন্দ, প্রতারণা, প্রলোভন
প্রচণ্ড বজ্রালোকে দেখি
বিক্রি করে চলেছে একজন,  
আগুন জালছে সে, ইবলিশ নামধারী!
ধোঁয়া না উড়িয়ে আগুনাবর্তে
কিছু মিথ্যা, পাপ আর অহংকার
নাচতে লাগলো আনন্দে, দিয়াবলের সাথে।


সে আগুন লাল রঙের,  
হলুদ দিয়ে সাজানো তার জ্বলন।
আগুন পোড়া আগুনে ওড়ে না ধোঁয়া...  
তাই কিছু মানুষ সেজে নবী
এমনই ঝড়ের রাতে,  
খুঁজতে আগুন জ্বালার মানে
নির্নিমেষ চেয়ে থাকে রাসুলের পথপানে;  
কিম্বা হয়তো আগুন নয়,  
খুঁজতে অন্য মানে
ছিনিয়ে নিতে কিতাব রাসুলের হাত হতে,  
দাঁড়িয়ে থাকে বিপথের এক কোণে
নবী থেকে রাসুল হবে বলে।
সেদিনও তখন এমন বাজের আলোয়
দেখেছিলাম তাকে, শুভ্রবেশে লাঠি হাতে
আমার কানে ঐশী বাণী দিয়েছিলো পড়ে ,
তার সাদা চাদরে ঢেকে...
সাথে দিয়েছিলো একটা সাদা ঘোড়া
নবীর থেকে নবীতে উড়বো বলে।
মনের কোণে পোড়াতে সে ইবলিশ
ডানা ঝাপ্টায় জিবরাইল অহর্নিশ!


আজও এমনই সে দিন
আগুনে পুরছে আগুন আর
হলদে রঙের জ্বালা,
জোড়া বাজের ঝলসা আলোয় দেখি
দাঁড়িয়ে আমার সামনে সাদা ঘোড়া,  
বিদ্যুতের ঝলসা আলোয় দেখি...
আমার ঘাড়ের থেকে বুক
আর উরুদেশের মাংস পেশিগুলো
কঠোর থেকে কঠোরতর হচ্ছে পাথরসম ...
উড়ছি আমি, উড়ছে সাদা ঘোড়া,  
আর উড়ছে সাথে আমার আগুন ডানা।