ছেড়ে এসেছি যা কিছু পিছনে,
তা আমি ও আমার স্মৃতি।
পিছু নিয়েছে যা একে অপরকে,  
লুকিয়ে ইতিউতি।  
গল্পগুলোও হয়নি যে শেষ
জীবনের মাঝপথে,  
আশা কোড়াবার অশেষ তাগিদে
নিরাশা হাতরে গেছি।

তবুও যখনই দাঁড়িয়েছি এসে
নিজের সামনে নিজে,  
ভাঙ্গাচোরা এই রাস্তার মোড়ে
পেয়েছি নিজেকে খুঁজে।  
দেখেছি নিজেকে জীবনের সাথে  
পথে যেতে জোর করে ...  
তবুও দেখিনি জীবনকে আমার,  
হেঁটে যেতে হাত ধরে।