একটা মুখের আদল
যেন কিছু কথা বলে যায়,  
নির্জন নিঃসঙ্গতায়।
কাঁচের স্বপ্ন লক্ষ যোজন পথ
ঘুড়িয়ে আনতে পারে,  
পাথুরে পৃথিবীর গায়ে...  
স্মৃতির জাদু ছোঁয়ায়।  


শব্দের পিঠে শব্দ চড়িয়ে
অপার প্রাজ্ঞতা
হাতে করে নিয়ে আসে ছায়া,  
ফিকে আলোর তলায়।  
সেখানে মায়া গহীন!


এখানেও কিছু লোক
খুঁজে চলে কিছু
ভুলেদের পিছু,
হারিয়েছে যা কিছু কেউ
পাবে কি সে মানে...
না বুঝেই চলে খুঁজে,  
কি আছে এইখানে!


এতো কেন ভিড়?
কি আছে এইখানে?
সমাধান, নাকি সমস্যা শিবির?
শুধু নিঃসঙ্গতার ভিড়ে
নির্জনতা কথা বলে যায়!