কেন থাকো এক গাছ ছায়া নিয়ে রোদলা মাঠে,
কালো দ্বীপের ধু ধু প্রান্তরে!
কিসের অপেক্ষায় আজও সাগর তীরে,
তামাটে নখের আঁচড়ে
খুঁড়ে পেতে চাও বালির চরে স্বপ্নের হারানো সমাধি!
যে তারা উল্কা হয়ে খসে গেছে অতলান্ত ক্ষতের গভীরে
সেকি আর ভেসে ওঠে!
মৃত মানুষের মত, সোনা হয়ে কালো সোনার দেশে?
কোন সে মৈথুনে
সময়ের কোলে হারায় সময় একান্তে, ভালোবেসে...  
জানো না তো কিছুই, তবুও আছো বসে সঙ্গোপনে
নিরালায়, ধু ধু অগোচরে...  
হয়তো সেই খসে যাওয়া তারার আগুন সাঁকো ধরে,
চলে যেতে চাও তুমি;
অর্ধনারীশ্বর হয়ে সীমাহীন ব্যাপ্তির জঠরে, কে জানে...
ফিরবে না হয়তো আর
সাগর তীরে, কালো দ্বীপে কোনদিন আর স্বপ্নের খোঁজে!