আবার এসে দাঁড়ালে বিদর্ভে
তুমি ঠায়... রোদ্দুরে তামাটে;  
গিয়েছো পেড়িয়ে বহুপথ, বছরের পর বছরে...  
আর শিথিল অবকাশে তারই মাঝে
হারিয়েছে তোমার শান্তি ধূসর জগতে।
রোদের গন্ধ তোমার নিঃশ্বাসে...  
শিশিরের মত নীরব বিশ্বাসে,  
ফুরিয়েছে জীবনের বেচাকেনা;
রয়ে গেছে ঝরে যাওয়া তারাদের ঝিকিমিকি,
উড়ন্ত, জ্বলন্ত কিছু জোনাকির মত
নিয়ে তাদের ছটফটে আনাগোনা।
অস্থির চিলের ঠোঁট ছিনিয়ে নিয়ে গেছে
ছোঁ মেরে তোমার পেলব স্বাধীনতা...  
দূর দূরান্ত সমুদ্র তীরে
আঁধারের পাড়ে আর
কেউ থাকবে না,
অপেক্ষায় ...
প্রতীক্ষায় ...
"এতদিন কোথায় ছিলেন" কেউ বলবে না...
তবে একা কেন জ্বলছো দাঁড়িয়ে?
সে আর আসবে না...  
রাতের মত খোলা চুলে,
দীঘল চোখের তোমার বনলতা!