অনেক গভীরে খোঁড়ার পর
খোঁজ মিললো এক প্রত্ন বস্তুর...
জলের গর্ভে জলের কঙ্কাল।
অতল হাতরিয়ে উঠে এলো
কিছু নোনাপাথর; পঙ্কিল, পিচ্ছল।


একটা গভীর ক্ষতের আভাস
ইতিহাসের ধূসর পলেস্তরা মোড়া,
ভাঙা একটা নিশান ডণ্ড গাঁথা...
দেখি লেখা আছে আমার নাম
পতাকার জায়গায়, লাল রঙা।


চিনে নিতে মুশকিল বড় আজ,
দৃষ্টি পেছনে হেঁটে যায় সুরিপথে...
আঘাতে স্মৃতিভ্রষ্ট, অতিষ্ঠ বর্তমানে
ছেড়ে দেয় তাচ্ছিল্যে
ফেলে আসা সর্বসাকুল্যের
ভোরের অপেক্ষা।


অনুভব মাত্র সম্বল আজ,
শুধু হাত বুলিয়ে গর্ভে স্বাদ নিই...  
জলের গর্ভে জলের কঙ্কাল,
আর তার শ্যাওলার সাজ।
তবু, পাইনা আজও পরিচয় আমার।