লুকিয়ে রাখোনি জানি...  
ঘুরিয়ে রেখেছো মুখ,  
যেন কোথাও থেকেও আজ
যায় না দেখা সুখ!


আমার এখন কষ্ট
তাই দেখছি ফিরে তোমায়,  
করোনি অযথা নষ্ট;
আজ গুছিয়ে রাখছো সময়!
জেনো গোছানো জিনিষও
স্যাঁতস্যাঁতে হয়,  
না পেলে বাতাস আলো...  
কখনো অমন দরকারে আর
লাগে না তেমন ভালো!

তখনও যদি জোর হাওয়া লাগে,  
নাই বা বললে আমায়,
দেখবো তবুও ফিরে তোমাকে
লুকানো মনের দাওয়ায়;
ঝড়তেও পারে ফুঁয়ের আঘাতে
ইতস্তত কঠিন জল সে,
জমাট চোখের কোনায়!