একটা অদেখা পৃথিবী খুঁজে নেবো একদিন,
আর তার ধূসর কুয়াশার মাঝে
নিজেকে নিয়ে থাকবো আমি একা... আত্মহীন!
যেখানে স্বচ্ছ নীল জলপ্রপাতে ভিজে
সবুজ বন আর মরীচি আলোর মাঝে
খেলা করে নীল রঙা পরীর দল,
সেখানে নিজেকে দেবো ছেড়ে... অন্তহীন,
রৌদ্রের একটা রশ্মি হাতে নিয়ে এক অনন্ত পথে।

দমকা হাওয়ার দীর্ঘশ্বাসে এক অন্ধকার রাতে
উড়তে দেবো নিজেকে আমি সেখানে...
যেখানে মনের বাইরে দৃষ্টির পথ পেড়িয়ে,
জিতে গেছে বা হেরে গেছে উচ্চতর শুদ্ধ আলো,
নীল পরীদের ডানার ঘূর্ণমান তুষার ঝড়ে...
সেখানে আমি হাসবো এবং আমি কাঁদবো আনন্দে,
বিদায় বেলায় রঙিন; আমি সরে যাবো...
আমি আমার কাছ থেকে সরে যাবো দূরে, অন্তহীন!