শূন্য মরুভূমি তোমার খুব প্রিয়, জানি।
ক্লান্ত নাগরিক সভ্যতায় বিনিদ্র চোখে
স্বপ্ন দেখো তার... জানি।
দিনের দিনে নতুন সূর্য আনবে
দিগন্ত থেকে উজাড় করা হাতে মরুভূমি,
একথা তুমি মানো... জানি।
কিন্তু যে বন্দরে হয়
অন্ধকারে দুরন্ত ডানার বিকিকিনি...  
সেখানে পাখী মরে গেছে,
খেলে না কাঠবিড়ালি...
সেখানে ক্লান্ত কোলাহলে
ইস্পাত হানে দৃষ্টি, করে দরাদরি...  
সেখানে সমুদ্র শেষ হয়।  
অল্প বারুদেও জ্বলে যায় পুরো বেলাভূমি!
উদ্ধত নরম বুকে ক্লান্তিরা ঘুমে গেলে
জেগে থাকবে কে শুনি...
কি হবে তোমার সূর্যের?
সকালে রাস্তার মোড়ে কলপাড়ে
বালতিতে ভরে রেখে,
যদি জালাতেই না পারো... শুনি!