আমায় একদিনের জন্যে
দেবতা বানিয়ে দাও।


তোমার পৃথিবী আমি
সেদিনই ধ্বংস করে দেব।


আর,

আমি নতুন করে আবার


পাহাড় বানাব,
মরু বানাব,
সাগর বানাব,
বন বানাব,
আঁতুড় বানাব,
শ্মশান বানাব,
রক্ষ, দৈত্য,
পিশাচ বানাব,
কীট-পতঙ্গ,
জন্তু বানাব,


কিন্তু …


মানুষ বানাতে বোলো না আমায়,


অমরাবতীর ফল খেয়ো তুমি,
নন্দনে নাচ দেখো ...


যেন আবার মানুষ শাসন করতে গিয়ে
শুক-শারি মেরো নাকো।