এখানে                                      
হাওয়া দেয়, ঝড় হয়,
ঢেউ ওঠে,
ভেসে যায় পলি জমি...  
হারায় অতলে                                  
চার দেওয়ালে ঘেরা ছবি।
এ ত্রিখণ্ড ভূমে
তলায় সব অনুভুতি;
বয়ে যায়
শাখা প্রশাখায়,
মোহনার ঢাল বেয়ে
সাগরের গহীন তলে
ভরে নেয় চোখেতে সুপ্তি।


এখানে
মেঘ জমে,
অস্থির গাছপালা
ছুঁতে চায় হাতের মুঠোয়
জমাট জলমন,  
মেঘের অন্তরে।
উড়ে যাওয়া
পাখির ডানায়
খুঁজে নেয়
মানবজমিন
এ ত্রিখন্ড ভূমি...
অতল সাগর মাঝে
গহীন ব-দ্বীপ।