শশশ্...
তুমি কি ছুঁতে পেরেছো?
তুমি যদি ছুঁতে না পারো তো,
ছায়াপথের আলোকে ছুঁতে দাও তোমার শরীর!    


চোখ বন্ধ করো,
প্রবাহিত হোক মন;
আত্মার উদ্রেক শুরু হোক...  
শুরু হোক নক্ষত্র মাঝে আত্মআলোড়ন।


রাতের আকাশে
অভ্যন্তরে স্থির আস্থার উষ্ণতায়,
একটি তারা ছুঁয়ে যাক নরকে জ্বলার মৃদু ইচ্ছে...
ঘর্ষণে অধিনস্ত উত্তপ্ত প্রতিধ্বনির নিরন্তর আত্মসমর্পণ।


শুধু একটা চন্দ্রোদয়
যেন পবিত্র একটা সম্প্রদায়;
ছায়াপথের অমৃতের আবেগে ধীরে ধীরে
মুখোশে লুকোনো মুখ, প্রত্যাহৃত অনুভূতি যেন।


স্পর্শ আহরণে জীবনের ঘামে
জেগে থাক যত খসে যাওয়া তারারা,
চাঁদের নীচে স্নান করা নিরলস তোমার দেহে...  
চোখ বুজে ছড়িয়ে যাক পলকে পলকে, পৃথিবীর প্রবাসে।


যদি নাই জানো এতকিছু,
নিঃশ্বাস ত্যাগ করো বাঁচার জন্যে আবার;
ছায়াপথের আলোর মাঝে সেই সূর্য মন্দিরের নীচে
ছুঁতে দাও তোমার শরীর মৃদু চুম্বনে, লক্ষ তারার মাঝরাতে।


ভোরের ফাটলধরা চাঁদের আলোর ধূলিকণায়,
জুটিবদ্ধ ছায়াপথের গ্যালাক্টিক পদ্যে,
অপেক্ষার উপেক্ষায়
পূর্ণ হয় কি চাঁদ?


কোলাহল থাক দূরে, প্রান্তর কোনে দেবালয় শুধু শূন্য পড়ে থাক।