হঠাৎ সকালে বেশ কিছু লোক একাসাথে রাস্তায়
মুঠিজোড়া হাত আকাশে ছুঁড়ে চিৎকার করে যায় ... "মানছি না"
আরও কিছু লোক চিৎকারের রেশ ধরে রেখে দেয়,
স্তুতিতে স্বার্থ ফিরে পেতে তারা চিৎকার করে যায় ... "মানবো না"
এরই মাঝখানে ক্ষুধা পুড়ে যায়, দ্রব্যগুণেতে মূল্য,
খুঁজে পেতে কিছু, যা কিছু হারালো, সে সবই ত্যাগতুল্য ... বিপ্লব ঘটে গেলো!


ইতিহাস তার রেখেছে সাক্ষ এমন অনেক চিৎকার,
দশকের মাঝে দশক হারায়, মুঠিতে ভরে শীৎকার ...
নিজ নিকেতন ছেড়ে চলে গেছে মন,
আভোগী রাগেতে ভোগ হল পণ;
শিল্প বাসরে, কাব্য আসরে, বদলে যাওয়া রূপান্তর,
চাহিদা জোগানের ছিদ্র পথেতে অপূর্ণ থাকে অন্তর।


প্রগতি হোর্ডিংএ বেড়েছে গতি, পাল্লা দিয়ে চলেছে মতি,
কারিগরি হাটে কারিকুরি সব জিতেছে স্নায়ুর দ্বন্দ্ব।
যন্ত্র আজকে বানায় মানব, যন্ত্রানুগত হুঁশের গতি,  
কোষ বিভাজনে মনের অমিল আঁকছে বেকার তন্ত্র।  


আজ ভোল বদলিয়ে বদল হয়েছে স্বার্থেরই সম্মন্ধি,  
মৌ চুক্তিতে বাঁধা পড়ে যাক শীৎকারে সব স্তুতি,  
প্রতারণারাও প্রতারিত হয়ে তাই নিয়েছে মূর্ত শপথ...  
দেখি আসে যদি সবই পাল্টাতে আজ চতুর্থ বিপ্লব।