তিনি প্রতিদিন সকালে উঠে
স্নান সেরে শুদ্ধ হয়ে
ফুল ফোটান গাছে...  
আর যতরকম ফুর্তিরা
আড্ডায় মাতে মাঠে ঘাটে।
তখন পাখী ডাকে,
উড়ে যায় মেঘ ;
ওনার দিকে চোখ পড়লে
দেখি তিনি পায়ের ওপর পা তুলে
আয়েস করে চা পান করছেন,  
আর এই সমস্ত মস্করার মজা লুটছেন!
সবাই হাসছে, খেলছে, কথা বলছে
তাই সবার ক্লান্তিও আছে,
এতো আনন্দ দেখে
তিনিও ক্লান্ত হলেন সদিন;
তাই রাতে চাঁদের জ্যোৎস্না মেখে শুয়ে পড়লেন।
স্বপ্নে তার পাখী ডাকে,
উড়ে যায় মেঘ ...
ঘুমের জড়োতা কাটাতে
ফুল ফোটান গাছে,
স্নান সেরে শুদ্ধ হয়ে
পরের দিন ভোরে আবার।
তিনি মন খুলে ভগবান হন প্রতি প্রাতে!