এই সব দিন রাত্রি
দিন রাত চলেছে এই পৃথিবীতে।
তবু সময়ের কাছে
সূর্যতামসী ছায়ার কোলে
মানুষের মৃত্যু হলে,
ক্ষেতে প্রান্তরে নিরঙ্কুশ অবসরের গান  
হাজার বছর শুধু খেলা করে।


বেলা বয়ে যায়...  
সেদিন এ ধরণীর বোধ
সৃষ্টির তীরে সময়ের কাছে
নিথর নিটোল অব্দকালে,
গোধূলির সীমানায়
মাঠের গল্প লিখে চলে...  
নগ্ন নির্জন হাতে।


আর স্বপ্ন ময়ূরের ডানায়
মলিনবস্ত্র ভিখারিরা দল বেঁধে
ডুবে যায় ধূসর নীলিমায়...
স্বপ্নের হাতে রাজপথ,
কারাগার খুঁজে মরে
অনিবার পথের সন্ধান।


মুছে দাও এই সব দিন রাত্রি,  
রোদ্দুরে ঝরে যাওয়া ঘুণ ধরা হৃদয়,
রাজকন্যার হাঁটা পথে নির্জন স্বাক্ষরে;
শ্রান্ত ক্লান্ত ব্যাথারা
বন্দরের অন্ধকার জমায়েতে
দিন রাত চলেছে এই পৃথিবীতে...  
মাছরাঙ্গা দ্বীপে সিন্ধুসারসের ডানায়।


এখন অন্ধকারে দাঁড়াও এসে...
ধান কাটা হয়ে গেছে
শিশিরের কার্ত্তিকের চাঁদে;
অন্তহীন, অতীতহীনা তুমি
ফুরিয়ে সব মধু
উদাসী ধুলোমাখা রূপসীর বেশে,
এই পৃথিবীতে অনিবার।