পাহাড় চুড়োর থেকে
তুমি শুনতে পাবে না
নীচে ঢেউয়েদের কলরব...  
নীলাভ হুঙ্কার!
জানবে না কোনদিনও
কোথা থেকে আসে তারা,
বা যায় কোনখান...  
দুপুরের রোদ স্নানে
স্বপ্নের বীজ বালুচরে
কেন জ্বলে ফসফরাস হয়ে,
পায়ে পায়ে মেঘের ছায়ায়...  
সে গাঢ় নীল মায়ায়
হ্যামকে দোলা রাত
কেন ছুঁতে চায় নোনা বাতাস!  
ধসের মত নেমে এসে
মাথা রাখো রাতের কোলে,
একবার নাও নোনা স্বাদ...  
জোনাকি হয়ে একবার জ্বলো চাঁদ!  
নীল জল-দিগন্ত,  
নোনা বালি, সোঁদা গন্ধ
কালশিটে পড়া বিনিদ্র চোখে
ঘুম দেবে, শান্তিতে।  
শিখরের স্তব্ধতা
মৌন সুখ দিলেও
শান্তি দেবেনা;  
স্বপ্ন পুরীর দ্বার রক্ষী মাত্র তুমি
নেহাতই কেরানী এক,  
মহার্ঘ্য বেশভূষার দম্ভে যেও না ভুলে...  
ঢেউয়ের দোলায় বালুচরে তোমার ছায়াও ওঠে দুলে!