কয়েকশো বছর আরও
সত্যটা লুকিয়ে রাখলে কি আর হত...  
জলস্ফটিকে মায়াদণ্ড ঘুড়িয়ে
দশদিকে সম্প্রসারিত এই মহাবিশ্বের
একটা দিকে থাকতে তুমি,
এক পৃথিবী বোঝাই সবাই আর একদিকে,  
বাকি সাতটা দিকে
আকাশ থেকে থাকতো সাতটি তারা,  
আর রাতটাকে ধুয়ে নিয়ে
শেষ এক দিকে থাকতাম আমি;
এইভাবেই থাকতাম না হয় সবাই...
আরও কয়েকশো বছর।


না হয় পেড়োনো হত না
সাতটা সমুদ্র, তেরোটা নদী...
না হয় হত না দেখা
আগ্নেয় শিলার সফেদ শিখরে শামুকের বাস...  
না হয় হত না পাওয়া  
পাহাড়চূড়ায় স্তন্যপায়ীর ফসিল...  
না হয় আরও কয়েকশো বছর
থাকতো থেমে যৌন নির্বাচনে মানব বিবর্তন;
বহুকোষের চিন্তাধারাও থাকতো থেমে একটা কোষে আরও কিছুক্ষণ...
হয়তো ভালোই হত!
হারতে হারতে হারাতে হ্ত না তোমায়...
না জানলে সব কিছু
আরও কয়েকশো বছর!


কি লাভ হল
জেনে সব কিছু কয়েকশো বছর?  
একপা এগিয়েও দুই পা পিছিয়ে গিয়ে,  
বিবর্তনে মানুষ গেলো থেমে
যৌন নির্বাচনে, মৌন জীবনক্রমে
কারা হেঁটে এলো চারপেয়ে পথ...  
দুপায়ে ক্লান্তিভরে?
নিয়েছো কি খোঁজ হে বিজ্ঞানী
কয়েকশো বছর পরে!
সত্যটা লুকিয়ে রাখলে কি আর হত...
কয়েকশো বছর আরও?