জাত যায় নানা খাদ্যে
দাড়িতে কিংবা টিক্কিতে;  
শুধু কোষের ক্ষুধা
জাত লুকিয়ে
জিভের কাছে বশ মানে!
সুস্বাদু সেই খাদ্য খুব,
যা সকল ধর্মে
যোগায় সুখ...  
একই থালায় মিলেমিশে
চেটেপুটে লালার রসে,
দাঁত খুঁচিয়ে খাওয়ার শেষে
তৃপ্তি ঢেকুর তোলে বসে...  
ক্রুশের মত লিঙ্গ ভুখ!
ধর্ম ঘুরছে ভূতের মতন
বাঁশের বনে মচমচে,
বিকুর রা সব ঠাকুর আজকে...  
আর অশরীরী জাত ব্যাচে!