আজ ভীষণ খারাপ রয়েছি আমি।
সূর্য ডুবছে দিঘীর জলে
পেড়িয়ে পথের ধারে শোয়ানো ঘাসের মাঠ।
তালবন ঘেরা দিঘীর ঘাট,
একপশলা মেঘ ভরা এক জলে
ডাকবে হড়কা বান, কখন না জানি।


বহু পথ হেঁটেছ তো তুমিও, আমার মত
চোখের কোণে শুকিয়ে নিয়ে যাযাবর ক্ষত,  
যদি নাই হয় বাঁধা জেনো সেই ঘর,
স্বপ্ন কোনদিনও তার হবে না কো পর।


আনমনে ধুলো জমিয়ে অকারণ
সীমাহীন মরুভূমির মত,  
নষ্ট হাওয়ার ছেঁড়া আলোয়,  
হন্যে হয়ে ঘুরে মরে মরিচিকায়  
ছুঁয়েছি অজস্র সব ক্ষত...  
পেরিয়েছি এক বিঘত খানি মন।


যারা ক্ষত দিয়ে যায়, তারা তো মানুষ নয়,
নিজ সুখ তরে তারা রচে অবক্ষয়...
শেখা হয় তারও পরে কেউই যারা কারও নয়,
তাদেরকে ভালোবাসা শুধুই অপচয়।


একটা সূর্য, একটু বৃষ্টি আর একটা দিনের সাথে,  
হারানো সে তার বাঁধবো আবার...  
সন্ধ্যে তারায় মাঠের বাতাস ছুঁয়ে,
আমার ছোটবেলার সাথে।
ওরা সবাই আজও আমার কথাই বলে,
চোখের তারায় আমার আজও স্বপ্ন আনে।