দুরকম কথা বল কেন তুমি?
একবার বল...  
"বৃষ্টি হচ্ছে কোথাও, ঠাণ্ডা হাওয়াটা ভালো",
আবার বলছো...  
"তোমার কথায় মনটা জুড়িয়ে গেলো"।


বোঝ না কি তুমি, আমার মনে
চুপ করে রাগ শুয়ে এক কোণে,
শুধু ভাবে বসে, ছোঁয় কে তোমায়,
বৃষ্টি, হাওয়া না আমি!


ওদিকে যে শুনি মেঘ ডাকে গুরু গুরু...
আর, তোমার সোঁদা গন্ধ...
মেঘের কান্না দিয়েই শুরু।  


আজ ভাবি বসে খোলা জানালায়,
পরেছি যে আমি কার পাল্লায়,
বৃষ্টির মত, হাওয়ার মতই
আমাকে কি ভালোবাসো!


তাই যদি হয়, কি যে করি হায়...  
ভাবি কথাই কি আমি বলবো? নাকি বৃষ্টিই হয়ে ঝরবো,
নাকি হাওয়ার মত উড়ে এসে আমি জাপটে তোমায় ধরবো?


বুঝতে পারিনা কি যে চাও তুমি,  
ঘুরি হন্যে হয়ে মনভুমি,
শুধু একাকী হাতরে বেড়াই...
তোমার মনের পথ্য।